আলতাফ পারভেজ ॥
অনেকেই বোঝেন। কিন্তু অনেকে বুঝেও মানতে কুন্ঠিত। অনেকে বুঝতেই অনাগ্রহী। তাই বারবার বলতে হচ্ছে…
সৌদি শাসকদের সমালোচনা করা মানে ইসলামের বিরোধিতা না। ইসলাম আর সৌদ বংশ সমার্থক না। ধর্মের আবারণ নিলেই কোন শাসক সেই ধর্মের অফিসিয়াল প্রতিনিধি হয়ে যায় না। ইসলাম অনেক বড় কিছু।
আরএসএস-এর হিন্দুত্ববাদের বিরোধিতা মানে ভারত ও হিন্দুধর্মের বিরোধিতা না। হিন্দুত্ববাদ ও হিন্দুধর্ম এক নয়। ভারত ও হিন্দুত্ববাদও এক নয়। কোটি কোটি অন্যধর্মের মানুষও আছে সেখানে।
শ্রী লঙ্কার সিংহলি এবং বার্মার বামারদের যুদ্ধাপরাধের কথা বলা মানে বৌদ্ধধর্মের নিন্দা করা নয়। বৌদ্ধধর্মের জগতটা অনেক বড় এবং অনেক সৌন্দর্য আছে সেখানেও।
উর্দু সাহিত্য নিয়ে আলাপ তোলা মানে পাকিস্তানপন্থী হয়ে যাওয়া না। উর্দুভাষীর সংখ্যা পাকিস্তানের চেয়ে ভারতে বেশি।
বাংলাদেশে সংখ্যালঘুর ন্যায়বিচারের আর্তির কথা তোলা মানে রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চাওয়া– সংখ্যাগুরুর তাতে হারানোর কিছু নেই। ঘৃণার ছুরি-কাঁচি নিয়ে ঝাপিয়ে পড়ারও প্রয়োজন নেই।
আসুন, সর্বত্র মতামত প্রদানের সময় একটু ভাবি।
মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নবউদ্যমে আখেরাতের পাথেয় সংগ্রহ করবে
মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নবউদ্যমে আখেরাতের পাথেয় সংগ্রহ করবে--------- অতিথি কলামঃ অধ্যক্ষ মিজানুর রহমানঃ- দিন যায়,দিন...
Discussion about this post