ঈদের ছুটিতে ঘরে ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে যাত্রীরা। আজ সোমবার থেকে ঘরমুখী মানুষের ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন লঞ্চে দায়িত্বরত কর্মকর্তারা। নদীপথে যাত্রীদের ভোগান্তি কমাতে পটুয়াখালী নদীবন্দরে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, ঢাকা-পটুয়াখালী নদীপথে মোট নয়টি দ্বিতল লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। লঞ্চগুলো রোটেশন পদ্ধতিতে পাঁচ থেকে ছয়টি করে আসা-যাওয়া করে। প্রতিবছরই ঈদের সময় যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে। তবে এবার নয় দিনের লম্বা ছুটিতে যাত্রীর চাপ বাড়বে।
Discussion about this post