কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন (৬২) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে এডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার আদালত প্রাঙ্গণে স্ট্রোক করেন বলে জানান এডভোকেট রেজাউল করিম রেজা। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে আদালত পাড়ায় শোক বিরাজ করছে।
অবিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামী রাজনীতির কিংবদন্তি,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চকরিয়া প্রথম পৌর প্রশাসক ছিলেন তিনি। মরহুম আমজাদ হোসেন চকরিয়া থানা সেন্টারের বাসিন্দা ও ৩ ছেলে সন্তানের জনক।
এডভোকেট আমজাদ হোসেনের জানাজার সময় সূচি:
প্রথম জানাজা,সোমবার সন্ধ্যা ৭টায়, জেলা আইনজীবী সমিতির সামনে।
দ্বিতীয় জানাজা: মংগলবার সকালে পেকুয়ার গোয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ।
এবং তৃতীয় জানাজা: মংগলবার সকাল সাড়ে দশটায় চকরিয়ার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে।
বদরখালীতে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে সওজ
বদরখালীতে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে সেলিম মহেশখালী: কক্সবাজারের চকরিয়া বদরখালী সড়কের ফেরিঘাটস্থ চৌরাস্তায় সরকারি রাস্তার জায়গা দখলকরে...
Discussion about this post