গ্রামের ছেলেরা চিন্তা করল ঘোড়া দৌড়ের ব্যবস্থা করলে মন্দ হয় না। তাদের ৫টা ঘোড়া দরকার। সংগ্রহ হয়েছে ৪টা। তারা তখন ফকিরের কাছ থেকে ঘোড়াটা ধার নিল। যথারীতি সময় মত ঘোড়া দৌড় শুরু হল। আয়োজকরা সবাই ফিনিশিং লাইনে অপেক্ষায়। ২০ মিনিটের মাথায় ১টা ঘোড়া পৌছাল। ২১ মিনিটের মাথায় আরেকটা আসল। ২২ মিনিটের মাথায় ২টা চলে আসল। কিন্তু ৫ম ঘোড়ার কোন খবর নাই। ১ ঘন্টা যায় ২ ঘন্টা যায় ৩ ঘন্টা যায়। ঘোড়া আর আসে না। আয়োজকরা সবাই তখন রাগে ফায়ার। ৫ ঘন্টা পরে দেখা গেল বাকি ঘোড়াটা আস্তে আস্তে ফিনিশিং পয়েন্টে আসছে। সবাই কিছু বলার আগেই তুফান বেগে ঘোড়া থেকে নেমে বলল, “দিছস তো ফকিরের ঘোড়া; এইটা গ্রামের প্রত্যেকটা বাড়ী ঘুরে ঘুরে আসছে।”
কৌতুক-37
লোকটি ডাক্তারের কাছে গিয়ে বলছে : ডাক্তারবাবু এই দেখুন আমার তর্জনীর আগাটা উড়ে গিয়েছে।ডাক্তার : কিকরে হল?লোক: আমি আত্মহত্যা করতে...
Discussion about this post