১ম বন্ধুঃ জানিস আমি স্বপ্নে দেখলাম মরুভূমির সব বালু-পাথর সোনা হয়ে গেছে আর আমি এগুলোর মালিক হয়ে গেছি।
২য় বন্ধুঃ আমি স্বপ্নে দেখলাম আকাশের সব গ্রহ-নক্ষত্র স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি এগুলোর মালিক হয়ে গেছি।
৩য় বন্ধুঃ আর আমি স্বপ্নে দেখলাম এতকিছু পেয়ে তোরা হার্টফেল করেছিস এবং তার আগে তোরা তোদের সবকিছুই আমাকে উইল করে দিয়ে গেছিস।
কৌতুক-37
লোকটি ডাক্তারের কাছে গিয়ে বলছে : ডাক্তারবাবু এই দেখুন আমার তর্জনীর আগাটা উড়ে গিয়েছে।ডাক্তার : কিকরে হল?লোক: আমি আত্মহত্যা করতে...
Discussion about this post