কৌতুক #
নানা জায়গায় পরীক্ষা দেয় জামান। কোথাও পাশ করতে পারে না, ফলে চাকরীও হয়না। একবার পুলিশে পরীক্ষা দিল এবং যথারীতি ফেল করল। কিন্তু পুলিশের বড়কর্তার ভাইপো হওয়ার সুবাদে মৌখিক পরীক্ষার ডাক পেল।
ইন্টারভিউ বোর্ডে কয়েকটা প্রশ্নের পর একজন প্রশ্ন করল, বলুন তো, আব্রাহাম লিঙ্কনের হত্যাকারী কে?
জামান বলল: আমাকে কিছু সময় দিলে আমি বলতে পারব।
প্রশ্নকর্তা: ঠিক আছে আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দেয়া হল। আগামীকাল সকালে এসে বলে যাবেন।
জামান বাড়ী ফিরতেই মা জানতে চাইল, কিরে, কেমন পরীক্ষা হল? চাকরিটা পাবি তো?
জামান বলল: চাকরি তো প্রায় হয়েই গেছে। আমাকে ইতিমধ্যে ওরা একটা মার্ডার কেসের কাজ দিয়েছে।
কৌতুক-37
লোকটি ডাক্তারের কাছে গিয়ে বলছে : ডাক্তারবাবু এই দেখুন আমার তর্জনীর আগাটা উড়ে গিয়েছে।ডাক্তার : কিকরে হল?লোক: আমি আত্মহত্যা করতে...
Discussion about this post