জয়নাল সাহেব অফিস থেকে বাসায় ফোন দিলেন দুপুর বেলা।
ও প্রান্ত থেকে অপরিচিত কন্ঠ ভেসে এল। জয়নাল সাহেব বললেন, কে বলছ?
“আমি বুয়া বলতেচি। আপনি কে?”
জ. সা.: আমি তোমার সাহেব বলছি। তোমার ম্যাডামকে ডেকে দাও।
বু.: ম্যাডাম তো আশপাশে নাই। বেডরুমে বইসা আচে।
জ. সা.: বেডরুমে কি করে? ডেকে দাও ।
বু.: ম্যাডাম ডাকতে মানা করচে। ….মানে তিনি এক ব্যাটার লগে গন্প করতাচেন।
জয়নাল সাহেবের মাথা গরম হয়ে গেল।
জ.সা.: লোকটিকে কী তুমি চেন?
বু.: না, তয় েপরায় দিনই আসে, আপনি চইলা গেলে।
জয়নাল সাহেবের এবার প্রায় পাগল হয়ে গেলেন।
জ. সা.: শোন বুয়া, আমার ড্রয়িংরুমে যে বন্দুক আছে তা দিয়ে তুমি তাদের দুজনকেই গুলি করবে, বুঝেছ? না হলে আমি িকন্তু এসে তোমাকে খুন করব। তারপর লাশদুটাকে কোথাও লুকিয়ে ফেলবে। যাও আমি লাইনে আছি।
বুয়া রাজি হল।
জয়নাল সাহেব কিছুক্ষণ পর দুটি গুলির শব্দ পেলেন।
অনেকক্ষণ পর বুয়ার গলা পাওয়া গেল।
জ. সা.: লাশ দুটাকে কোথায় লুকালে?
বু.: ক্যান, সুইমিং পুলে!
জ. সা.: সুইমিং পুল! তুমি সুইমিং পুল কোথায় পেলে?
বু: ক্যান, আপনার বাসায় কুথায় সুইমিং পুল আচে জানেন না?
জয়নাল সাহেব উদভ্রান্তের মত বললেন, এটা কি ০২৯৯……… না?
বু.:নাতো ! আপনে রং নাম্বারে ডায়াল করচেন!!!!