জনগণকে ঘুষ ছাড়া সেবা দিতে না পারলে দায়িত্বপ্রাপ্তদের নিজ নিজ দায়িত্ব থেকে সরে যেতে নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ।
বৃহস্পতিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এ নির্দেশ দেন তিনি।
সারোয়ার মাহমুদ বলেন, আমরা এ দেশের জনগণের সেবক। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাদের কথা শুনতে হবে। তাদের কাজ করে দিতে হবে। না পারলে বলতে হবে কেন পারলাম না।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সেবা দিতে হবে, ঘুষ ছাড়া সেবা দিতে না পারলে দায়িত্ব থেকে সরে যান। চাকরি ছেড়ে দেন, আপনার জায়গায় আরেকজন আসবে। কারণ রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ।
বিএসএফের বুলেটে আবারো বাংলাদেশি নিহত
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে রাবার বুলেট ছুঁড়ে আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ...
Discussion about this post