শাহী কামরান ॥
সবার মুখে শুনি সিএনজি অতিরিক্ত ভাড়া আদায় করছে, গলা কাটছে, এবার শুনুন কেনো তারা গলা কাটবে না?
একটি সিএনজি প্রতিমাসে ৪০০০-৫০০০ টাকা চাদা দেয়। হাইওয়ে পুলিশ,মডেল থানা পুলিশ,লাইনম্যান,বিভিন্ন পরিবহন সমিতি,রাজনৈতিক সংগঠনসহ অনেক চাঁদাবাজদের। এসব চাঁদা ঠিক সময়ে আদায় না করলে রাস্তায় গাড়ি আটকে দেয়। এছাড়াও ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়।সেক্ষেত্রে মালিক এক টাকাও কম নিবেনা। রাস্তার যে অবস্থা গাড়ি খুব দ্রুত নষ্ট হয়ে পড়ে।
এসব টাকা তাদের ইনকাম করেই দিতে হয়। প্রতিদিন গাড়ি ভাড়া ৫০০-৬০০ টাকা। নিজের সংসার খরচ,নিজের পকেট খরচ। তারা কতটা সুখে আছে? আমরা খবর কি রাখি?
আগে এসব চাঁদা বন্ধ করতে হবে। এরপর সিএনজি ড্রাইভারদের একটা নিয়মে আনা সম্ভব হবে বলে আমি মনে করি।
মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নবউদ্যমে আখেরাতের পাথেয় সংগ্রহ করবে
মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নবউদ্যমে আখেরাতের পাথেয় সংগ্রহ করবে--------- অতিথি কলামঃ অধ্যক্ষ মিজানুর রহমানঃ- দিন যায়,দিন...
Discussion about this post