সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ২০টি প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে কুকুরগুলো বেনাপোল চেকপোষ্টের নো-ম্যান্সল্যান্ডে বিজিবির কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাহিনীটির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের টেকেন গুয়ালিয়ায় বিএসএফের ট্রেনিং সেন্টারে যায়। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েব সুবেদার মাহবুবুল আলম। চার মাস প্রশিক্ষণ শেষে প্রতিনিধি দল বাংলাদেশে ফিরে আসে। এ সময় তারা বিএসএফের দেওয়া প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর (ডগ স্কোয়াড)উপহার হিসেবে নিয়ে আসেন।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুরগুলো প্রথমে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হবে। পরে ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেওয়া হবে।
ভোটকেন্দ্রের মতো হবে করোনার টিকাকেন্দ্র
শীতের তীব্রতার কারণে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাই অনেকেই শঙ্কা নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন কোভিড-১৯ পরীক্ষা করাতে। ছবিটি...
Discussion about this post