হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯২০ পিস ইয়াবাসহ ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ।রোববার তার বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে বিমানবন্দরের ১ নম্বর আগমনী টার্মিনালের সামনে সন্দেহজনক চলাফেরার কারণে ফারুককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেটে কালো রঙয়ের স্কচটেপ প্যাঁচানো প্যাকেট পাওয়া যায়। প্যাকটটি খুলে ৯১২ পিস গোলাপী এবং সবুজ রঙয়ের ৮ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
Facts About 5 Things You Should Know About Bim Services – Designblendz Uncovered
Facts About 5 Things You Should Know About Bim Services - Designblendz Uncovered Our mission is to drive better positioning...
Discussion about this post