গেম বিশ্বব্যাপী তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। জনপ্রিয় গেমগুলোর নাম শুধু গেমাররা নয়, গেমারদেরও মুখস্থ। এ ধরনের কয়েকটি বিপুল জনপ্রিয় গেম হলো কল অফ ডিউটি, জি টি এ, মেডেল অফ অনার, কাউন্টার স্ট্রাইক। এ গেমগুলো ডাউনলোড হয় হরদম। কিন্তু বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি কিন্তু এ গেমগুলো হয়নি, হয়েছে মাইনক্রাফট।
উল্লেখযোগ্যভাবে ওপরের কোনো গেম বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমের তালিকায় নেই। এর মধ্য সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমের মধ্যে তালিকায় ওপরে আছে মাইনক্রাফট। ২০১১ সালে সুইডেনের গেম ডেভেলপার মোজাং এই গেম তৈরি করেছিলেন। এরপর থেকে ক্রমেই জনপ্রিয় হতে থাকে মাইনক্রাফট। জনপ্রিয়তা বাড়তে থাকায় ২০১৪ সামে মাইনক্রাফট কিনে নেয় মাইক্রোসফট।
Discussion about this post