কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া পুরাতন ম্যালেরিয়া অফিস রোড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুজিবুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি –রাজিউন)। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকাস্থ আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কক্সবাজার বড়বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
এদিকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজর এর প্রচার সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার মফস্বল সম্পাদক আজিজ রাসেলের দাদা মাওলানা মুজিবুল হক এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার জুমার নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে মাওলানা মুজিবুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় এলাকার বিশিষ্টজন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষজন অংশগ্রহন করেন।
Atlanta, GA payday advances Online get up to $1000 despite having Bad Credit
Atlanta, GA payday advances Online get up to $1000 despite having Bad Credit Atlanta, GA payday advances Online get up...
Discussion about this post