জাতীয় পার্টির অ্যাকাউন্টে মাত্র ৭৭ লাখ ১০ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে। বুধবার ২০১৮ সালের আয়-ব্যয়ের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে দলটি।
এদিন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে একজন ইসি কর্মকর্তার কাছে এ হিসাব বিবরণী দাখিল করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী।
পার্টির হিসাব বিবরণী অনুযায়ী, ২০১৮ সালে জাতীয় পার্টি আয় করেছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা এবং ব্যয় করেছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।
আইন অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরোধী শক্তি বলা হচ্ছে : আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘এখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর যারা রাতের...
Discussion about this post