চলতি বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে ভারত। বিরাট কোহলিদের এমন পরাজয়ে স্বপ্নভঙ্গ হয়েছে কোটি মানুষের। অনেক ক্রিকেট ভক্ত কষ্টে মুহ্যমান, কারণ ভারত স্বপ্নের ফাইনাল খেলতে পারেনি।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ভারতের এই হারে আনন্দ করেছে কাশ্মীরের জনগণ।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ভারতের এই পরাজয়ে যেখানে তাদের কষ্ট ও দুঃখ পাওয়া উচিত, উল্টো সেখানে বইছে আনন্দের বন্যা। আনন্দে আত্মহারা হয়ে তারা ফাটিয়েছে আতশবাজি।
এ ছাড়া এই হারের কারণে কোহলিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সমালোচনারও শিকার হয়েছেন।
তবে যারা ভারতের হারে আনন্দ করেছে তাদের অনেকে আবার দেশদ্রোহী বলে অপবাদ দিয়েছে।
টুইটারে খুশি সিংহ নামের একজন লিখেছেন, ‘ভারতের মুসলিমরা সেমিফাইনালে ভারতের ক্রিকেট দলের হারে আনন্দ করছে। এটাই হচ্ছে ৭০+ বছরের ধর্মনিরপেক্ষতার ফলাফল।’
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post