লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের মাঝর পাড়া এলাকা থেকে মো: শাকিল (১০) নামে ঝুলন্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (৩১ জুলাই ) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় । শাকিল ওই এলাকার কাঠ মেস্ত্রী নুর হোসেনের পুত্র।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মো: ইউনুছ সিটিজি টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিঁনি জানান ,শাকিল গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন ধরণা করা হচ্ছে । ঘটনার দিন তার মা লোহাগাড়া সদরের বটতলীর একটি বেসরকারী হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে ছিল।
স্থানীয়দের কাছে শুনে আমি বিষয়টি থানায় অবহিত করেছি এবং ঘটনাস্থলে স্থনীয় ইউপি সদস্যকে পাঠিয়েছি ।
স্থানীয় ইউপি সদস্য খানে আলম সিটিজি টাইমসকে বলেন, নিহত শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখেতে পান তার দাদী। এ সময় তার শৌর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এস আই সোহেল সিকদার। তিঁনি সিটিজি টাইমসকে জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই । এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযা আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়িঃ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে অংশ হিসাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ে গড়ে উঠা...
Discussion about this post