আলোকচিত্রী শহীদুল আলমকে ভারতের ভিসা দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভারতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী একটি ফেস্টিভ্যালে অংশ নেয়ার কথা ছিল তার।
দ্য প্রিন্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সেরানডিপিটি আর্টস ফেস্টিভ্যালে উপস্থিত থাকার কথা ছিল টাইম ম্যাগাজিনের ২০১৮ সালের সেরা ব্যক্তিত্ব শহীদুল আলমের।
‘শিল্পকলায় রাজনৈতিক মাত্রা অনুশীলন’ শিরোনামের একটি প্যানেল আলোচনায় অংশ নেয়ার কথা ছিল তার। কিন্তু তিনি ভারতের ভিসা পাননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভিসা আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিন্ধান্ত নেয়া হয়নি বলে সূত্র জানায়।
এ অবস্থায় আয়োজকরা শুক্রবার দর্শকদের জানান, ভিডিও কলের মাধ্যমে শহীদুল আলম তাদের সঙ্গে যোগ দেবেন।
আয়োজকদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, শহীদুল আলম আমাদের জানিয়েছেন তিনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঐতিহাসিক শাহ সূজা মসজিদ পরিদর্শন
প্রাক জরিপ পর্যবেক্ষণ ও ক্যাম্প সেট-আপের পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য গতকাল তিন সদস্যবিশিষ্ট একটি প্রাক-জরিপ দল কক্সবাজার গমন করেন। এ...
Discussion about this post