যুক্তরাজ্যের এসেক্সের শিল্প এলাকায় একটি কন্টেইনার লরির ভেতর থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার সকালে এসেক্সের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই লাশগুলো পাওয়ার পর পুলিশ লরির চালককে আটক করেছে। ২৫ বছর বয়সী লরির চালক ওই যুবক নর্দান আয়ারল্যান্ডের বাসিন্দা।
পুলিশ ধারণা করছে, লরিচালক ওই ব্যক্তিদের হত্যা করে লাশগুলো কন্টেইনারে লুকিয়ে রেখেছিলেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
এসেক্স পুলিশের বরাত দিয়ে বিবিসি জানান, গত শনিবার লরিটি বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে এসেক্সের গ্রেস শহরের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিয়ে রাখেন চালক।
ইতোমধ্যে পার্কটি ঘিরে রেখেছে পুলিশ। তদন্ত শুরুর পাশাপাশি লাশগুলো শনাক্তেরও চেষ্টা চালানো হচ্ছে।
তবে এ ঘটনার রহস্য উন্মোচনে কিছুটা সময় লাগবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এসেক্স পুলিশের চিফ সুপারিটেনডেন্ট এন্ড্রু মেরিনা।
এদিকে আটক লরিচালককে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও তার স্বীকারোক্তি পাওয়া গেছে কিনা এব্যাপারে কিছু জানা যায়নি।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post