কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ জোলেখা বেগম (২০) নামের এক গৃহবধূকে আটক করেছে র্যাব। রোববার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার পূর্ব লেদা লামার পাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে পাওয়া যায় ১ লাখ ৪৯ হাজার ৭০০টি ইয়াবা। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক জুলেখা বেগম লামারপাড়া এলাকার আবুল কাশেমের বাড়ির রাসেলের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব টেকনাফের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব। তিনি বলেন, ‘ইয়াবা মজুদ রাখার খবর পেয়ে র্যাব সদস্যরা আবুল কাশেমের বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এতে বাড়িতে লুকানো অবস্থায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় রাসেলের স্ত্রী জুলেখা বেগমকে আটক করা হয়। মামলা দায়েরের পর তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’
অপরদিকে রোববার সকাল সাড়ে ৭টায় উত্তর লেদা এলাকার খালের পাশে ক্রয়-বিক্রয়ের জন্য ইয়াবা লুকিয়ে রাখার খবর বিজিবি টহল দল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। এতে কাউকে আটক করতে না পারলেও ধান ক্ষেতে বস্তাবর্তী এক প্যাকেট ইয়াবা পাওয়া যায়। পরে ওই প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post