গ্রেপ্তার এক চোরের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে ছয় চোরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার বিকেলে র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তাফার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার বিকেলে র্যাবের কাছে খবর আসে একদল চোর মোবাইল, টাকা-পয়সা চুরি করার উদ্দেশ্যে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে চোর মো. বাবুলকে গ্রেপ্তার করা হয়। বাবুল পাবনার বেড়া থানার ডাকবাংলো এলাকার ময়েন প্রামাণিকের ছেলে।
জিজ্ঞাসাবাদে বাবুল তার দলের বাকি ছয় চোরের হদিস দেয়। তার দেয়া তথ্যমতে, রাতে আশুলিয়ার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছযজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কেউ কেউ সাভারের স্থানীয় বাসিন্দা হলেও আশুলিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব জানায়, তাদের কাছ থেকে ১১টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়ার এসপির দুর্ব্যবহারের অভিযোগ, বিচার চাইলেন ম্যাজিস্ট্রেট
ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) এস এম...
Discussion about this post