ভারতে নাগরিকত্ব আইন সংশোধন ও এনআরসির বিরুদ্ধে জেশজুড়ে বিক্ষোভ চলছে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর দফতর বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্রী সিং কাশ্মীরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশ থেকে তাড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর ইন্ডিয়া এক্সপ্রেস।
শুক্রবার (৩ জানুয়ারি) জম্মু কাশ্মীরে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জিতেন্দ্র সিং একথা বলেন।
তিনি জানান, সরকারের পরবর্তী পদক্ষেপ হলো রোহিঙ্গাদের প্রত্যর্পণ করা। তাদের কিভাবে ফেরত পাঠানো যায় সেটি খতিয়ে দেখা হচ্ছে। সংসদের নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে তা জম্মু কাশ্মীরের মতো কেন্দ্রশাসিত অঞ্চলেও কার্যকর হয়েছে।
জম্মু কাশ্মীরে প্রচুর রোহিঙ্গা রয়েছে উল্লেখ করে তিনি জানান, তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের বায়োমেট্রিক নেওয়া হবে।
রোহিঙ্গাসহ প্রায় ১৩ হাজার ৭০০ বিদেশি জম্মু ও সামবা জেলায় বসবাস করছে। ২০০৮ থেকে ২০১৬ এ সময়েই এসেছে অর্ধেকের বেশি অবৈধ অভিবাসী। নতুন নাগরিকত্ব আইনে এদের মধ্যে মুসলিমরা ছাড়া বাকিরা আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন।
এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post