কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ বোঝাই ট্রলির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উত্তর ধুরুং কাজির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উত্তর ধুরুং মৌলভী পাড়ার ছলিম উল্লাহর ছেলে জেমিন (১৮), ছাদের ঘোনার আমান উল্লাহর ছেলে রাকিব (২১) ও কালারমার পাড়ার সিরাজ দৌল্লাহর ছেলে এবাদুল্লাহ (১৭)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া লবণ বোঝাই ট্রলি গাড়ি তিন মোটরসাইকেল আরোহী যুবককে ধাক্কা দিলে একজন বাইকের নিচে আটকে পড়ে এবং বাকি দুই জন খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ
বর্ষার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের...
Discussion about this post