স্টাফ রিপোর্টার ॥
রামুতে নিজের মেয়ে যেন এস.এস.সি পরীক্ষা দিতে না পারে সেজন্য প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ড আটকে রাখেন পাষন্ড পিতা। এই অপরাধে পিতা আব্দুল জলিল(৪৫)কে ১ মাসের সাজা প্রদান করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। রবিবার(২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে মোবাইল কোর্টের মাধ্যমে দোষী সাব্যস্ত করে দন্ডবধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক বিনাশ্রম ১ মাসের এ দন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত আব্দুল জলিল হলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
মেয়ের মামা ডাক্তার আব্দুল মজিদ জানান, আমার ভাগিনী সাবিনা আক্তার এবার জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করছে।তার এস.এস.সি রোল নং-২৪৫৭৬৮,রেজিঃনং- ১৭১৪৫২৮৪১১। তিনি আরো জানান,সাবিনার মা জোয়ারিয়ানালা মাদ্রাসা গেইটে গত শুক্রবার রাত ৯ টায় মেয়ের প্রবেশ পত্র ও রেজিঃ কার্ড ফটোকপি করার জন্য যান। পথিমধ্যে মেয়ের মায়ের কাছ থেকে মেয়েকে এস.এস.সি পরিক্ষা দিতে হবে না বলে প্রবেশ পত্র,রেজিষ্ট্রেশন কার্ড,স্কুল ড্রেস,নগদ ২৫ হাজার টাকা,মোবাইল সেট,মেয়ের ক্রয়কৃত দুধের প্যাকেট কেড়ে নেন পাষন্ড পিতা। পরে মোবাইল সেট,দুধ উদ্ধার করে।জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন জানান, আমার কাছে মেয়ের পক্ষে অভিযোগ দিলে তা আমি মেয়ের পিতাকে বলি। কিন্তু মেয়ের পিতা মেয়ের ড্রেস দিলেও বাকি জিনিসপত্র দেয়নি।
রামু উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ছাত্রীর পরিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।এ সময় উপস্থিত ছিলেন রামু সহকারী কমিশনার চাই থোয়াইহলা চৌধুরী, চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স,প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারসহ শিক্ষক, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সুনিল শর্মা প্রমুখ।
বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ
বর্ষার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের...
Discussion about this post