চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে লবণ বোঝাই ট্রাক থেকে ৬ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাক এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার(২৪) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার মো. দিলওয়ারের সন্তান মো. বাসেদ মিয়া (২৯) ও একই এলাকার মো. শাহজাহানের সন্তান মো. সাফায়েত (২৭)। এদের মধ্যে বাসেদ মিয়া ট্রাক চালক ও সাফায়েত ট্রাকটির একজন হেলপার।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আটককৃত দুজন কৌশলে এসব ইয়াবা টেকনাফ থেকে বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে খবর পেয়ে তাদের পথ রুদ্ধ করা হয় এবং গ্রেফতার করা হয়।
নির্বাচিত হয়েই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর
সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নির্বাচিত হয়েই প্রতিপক্ষের সমর্থকদের...
Discussion about this post