দুই বিশ্বযুদ্ধে মিলে যত মানুষ মারা গেছেন তার চেয়েও অনেক বেশি মানুষ করোনা ভাইরাসের সংক্রমণে মারা যাবেন বলে দাবি করেছেন চীনের লেইশেনশেন হসপিটালের প্রধান ওয়াং শিংহুয়ান।
চীনের উহান শহরে অস্থায়ীভাবে হাসপাতাল নির্মাণের সময় তিনি এমন দাবি করলেও সম্প্রতি তার এই দাবি আবারও সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়েছে।
ওই সময় তিনি বলেছিলেন, করোনাভাইরাস খুব ভয়ংকর। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে যত মানুষ মরেছে, করোনায় তার তুলনায় অনেক বেশি মানুষ মরবে। এমনকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মতো শহরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে যে কোনো রাজনৈতিক শক্তি কেবল নিজস্ব প্রয়োজন বিবেচনা করাটা এবং সাধারণ মানুষের জীবনকে অবহেলা করা অত্যন্ত বোকামি হবে।
ওই সময় সকলের মাস্ক পরার ব্যাপারেও সতর্ক করেছিলেন তিনি।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৩ হাজার ১৫৫ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ২৪৫ জন।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ২৩ হাজার ৫৫৪ জন।
ছাগলের চামড়ার জুতার দাম ৪৩ লাখ টাকা
সম্প্রতি এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে। যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। জুতাটি হীরা অথবা...
Discussion about this post