মহামারি করোনা ভাইরাসের কারণে চলমান সংকটকালীন সময়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এরইমধ্যে এএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ।
আগামী ২১ মে’র পর যেকোনও দিন অর্থাৎ আগামী সপ্তাহেই ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড কমিটি। এখন এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়।
এর পর ঈদের আগে কিংবা পরে প্রধানমন্ত্রী যখন সময় নির্ধারণ করবেন তখনই ঘোষণা করা হবে এএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মধ্যে এএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য দেশের সব শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দুই শিফটে দিনরাত কাজ করছেন। আগামী ২৬ থেকে ২৮ মে’র মধ্যে এ ফল প্রকাশ হতে পারে। তবে ২১ মে’র মধ্যে ফল প্রস্তুতের কাজ শতভাবে শেষ হয়ে যাবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘২১ মে’র মধ্যে এএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শতভাবে শেষ হয়ে যাবে বলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানানো হয়েছে। এর ভিত্তিতে আমরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে ফল প্রকাশের প্রস্তাব পাঠাবো। এ সপ্তাহেই প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নির্ধারিত দিনেই ফল প্রকাশ হবে।’
মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার একটি গাইডলাইন তৈরি করে মার্চ মাস থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সুপারিশ করেছে গণস্বাক্ষরতা অভিযান। এক্ষেত্রে...
Discussion about this post