ইতালিতে করোনাভাইরাসে প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী মাসগুলোতে এ সংখ্যা বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
ইতালিতে বিয়ের অনুষ্ঠান বিশেষ করে দক্ষিণ ইতালিতে বেশ জাঁকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয়ে থাকে। আর থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান। ইনিউজ বেতারের এক রিপোর্টে এ সব তথ্য জানানো হয়৷
বিদেশিদের বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। ঘটা করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে বহু বিদেশি দম্পতি ইটালিতে যান। বিভিন্ন দেশের অনেক সেলিব্রেটিও সেখানে অংশগ্রহণ করেন।
বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে নয় হাজার বিদেশি দম্পতি গত বছর ইতালি ভ্রমণ করেছে বলে জানান এক বিবাহ ইভেন্ট প্রতিনিধি।
তিনিও বিয়ের অনুষ্ঠান আবার শুরু করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। এই ইভেন্ট ম্যানেজারের মতে করোনার কারণে বিয়ের অনুষ্ঠান হতে পারে হোটেলের হলরুমের পরিবর্তে হোটেলের পার্কে এবং ৫০০ অতিথির পরিবর্তে আমন্ত্রিত হতে পারে ৩০০ অতিথি।
করোনা সংকটে বর্তমানে বিয়ে সংক্রান্ত সব ব্যবসা বন্ধ। এই বছরের মডেলগুরলো আগামী মৌসুমে বা ২০২২ সালেও একইরকম সুন্দর থাকবে বলে নিজেকে প্রবোধ দিচ্ছেন বিয়ের জমকালো পোশাক দোকানের এক মালিক।
আর ঠিক একইভাবে তিনি সমবেদনা জানাচ্ছেন বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়া, মন খারাপ করা ভবিষ্যত নববধূদেরও।
Discussion about this post