যেখানে নিস্তব্ধ সম্পূর্ণ নগরী, সেখানে সশব্দে রাজত্ব করছে যেন ইয়াবাপাচারকারীরা৷
আজও কক্সবাজারের লিংকরোড থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে র্যাব অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গার নাম নজরুল্লাহ (৩৫)। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১নং ব্লকের হাবিবুল্লাহর পুত্র বলে জানা যায়৷
র্যাব -১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঐই রোহিঙ্গা যুবক অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ নজরুল্লাহকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
তিনি আরো জানান, “গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
Discussion about this post