সবসময় উত্তেজনার রেশ থাকে জম্মউ-কাশ্মীরে। গেল কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পারদ তুঙ্গে। অনুপ্রবেশ ও ভারতীয় কার্যকালাপ রুখছে ভারতীয় সেনাবাহিনী।
তবুও গোয়েন্দা রিপোর্টের দাবি, কাশ্মীরে এখনো আত্মগোপন করে আছে বেশ কিছু জঙ্গি। সেই সঙ্গে যুবসমাজের নিজের দলে টানতে চাইছে পাক মদদপুস্ট কিছু জঙ্গি গোষ্ঠী।
এর জের ধরেই ২০০ যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অবাক করা বিষয় তাদের সবার পাকিস্তানের ভিসা রয়েছে, খবর ডিএনএ।
গোয়েন্দা সূত্র বলছে, একাধিকবার পরিকল্পনা ব্যার্থ হলেও যুবসমাজকে বাগে আনতে মরিয়া হয়ে লেগেছে জঙ্গি গোষ্ঠী গুলো। সেই প্রেক্ষিতে ২০০ জনের নিখোঁজ হওয়া নতুন আশঙ্কার বার্তা তৈরি করেছে।
গোয়েন্দাদের দাবি নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের ব্যবহার করে জম্মু কাশ্মিরে সন্ত্রাসবাদি কার্যকালাপ করতে চাচ্ছে জঙ্গিরা। এই ঘটনার জের ধরে এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে।
দেশ শাসন করা নারীদের কাজ নয় : ফিলিপাইন প্রেসিডেন্ট
ফিলিপাইনসের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মন্তব্য করেছেন, দেশ শাসন করা নারীদের কাজ নয় । গতকাল বৃহস্পতিবার এমন মন্তব্য করেন তিনি।...
Discussion about this post