মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের সাথে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিন দিনের সফরে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন রাজনাথ সিং। সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, “প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের সাথে মস্কোতে বৈঠক করেছেন”।
বুধবার সিং মস্কোতে বিজয় দিবসের প্যারেডে উপস্থিত ছিলেন। নাৎসী জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৫তম বার্ষিকীতে এই প্যারেড অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার রাজনাথ সিং রামিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি ইভ্যানোভিচ বরিসভের সাথে ‘ফলপ্রসু’ বৈঠক করেন। বৈঠকে তারা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ভারতীয় সেনাবাহিনীর অর্ধেকের বেশি সদস্য মানসিক চাপে
ভারতের ১৩ লাখ সেনা সদস্যের অর্ধেকের বেশিই তীব্র মানসিক চাপে ভুগছে। প্রতিবছর সীমান্তে শত্রুদের বিরুদ্ধে কিংবা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে...
Discussion about this post