প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হতে পারে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের আগ্রহের বিষয়টি আমাদের জানানোর পরে এই টেলিফোনে আলাপের বিষয়টি নির্ধারিত হয়। তবে কী বিষয় নিয়ে আলাপ হবে এটা পাকিস্তান আমাদের জানায়নি।
জানা গেছে, ঢাকায় অবস্থিত ইসলামাবাদ মিশন টেলিফোন আলাপের অনুরোধের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই দেশের সরকারপ্রধানের কথা বলার বিষয়টি নির্ধারিত হয়।
গত সপ্তাহে ঢাকায় পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন ওই রাষ্ট্রদূত।
এর আগে ২০১৯ সালে ভারত সফরের ঠিক আগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঠিক তার ১০ মাস পর আবারও শেখ হাসিনার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী।
‘সরকারকে ঠিকমতো চালানোর জন্য শক্তিশালী বিরোধী দল দরকার’
বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা শক্তিশালী বিরোধী দল না থাকা৷ যে কারণে সাংবাদিকতাও একপেশে হয়ে গেছে বলে মনে...
Discussion about this post