সাগরে ডিঙ্গি উল্টে বিপদে পড়েছিলেন দুই নারী। কিছুতেই তারা ডিঙ্গিটি উল্টিয়ে তাতে উঠতে পারছিলেন না। এমনকি তাদের পেটে অনেক পানি চলে যায়। এই অবস্থা দেখে তাদের উদ্ধারে সাগরে নেমে পড়েন পতুর্গালের প্রেসিডেন্ট মের্সেলো হেবেলো ডি সউসা। পরে বিপদে পড়া দুই নারীকে উদ্ধারে সাহায্য করেন তিনি।
শনিবার ঘটনাটি ঘটেছে পর্তুগালের আলগারবি সমুদ্রসৈকতে। ছবিতে দেখা যায়, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকা ওই দুই নারীর দিকে সাঁতরে যাচ্ছেন। তবে সেখানে আরো একজন গিয়ে উপস্থিত হন।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলগার্ভ সৈকত ছোট নৌকায় ঘুরে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। সেসময় ওই সমুদ্রসৈকতে থাকা প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো কোন রকমের প্রটোকল ছাড়া নিজেই তাদের উদ্ধারে সাগরে ঝাঁপ দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট মার্সেলো যখন সাঁতরে ওই দুই নারীর দিকে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন অপর এক ব্যক্তি। এরপর কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছান অপর এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন।
পরবর্তীতে এনিয়ে প্রেসিডেন্ট জানান, তীব্র স্রোত থাকায় ওই দুই নারী ছিটকে পড়েন, সেইসঙ্গে স্রোতের তীব্রতার কারণে তারা সাঁতারও কাটতে পারছিল না।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post