থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরে এক নারী মাতাল হয়ে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছেন। মাতাল অবস্থায় বিবস্ত্র হয়ে তিনি পথচারীদের উদ্ধেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। ফারাহ হক নামের ওই নারী বাংলাদেশি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে দাবি করেছে। এ বিষয়ে থাইল্যান্ডে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও ফারাহ’র পরিচিতজনদের জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
থাই পুলিশ বলছে, প্রথমে এই নারী পর্যটক হিসাবে সে দেশে ঢোকেন। এপ্রিল থেকে তিনি একজন ইংরেজ শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। থাইল্যান্ডের একটি হোটেলেই থাকেন তিনি। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তিনি থাইল্যান্ডের উত্তর ভাগের একটি বৌদ্ধ মন্দিরে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় উঠে পড়েন। তার হাতে ছিল একটি বিয়ারের ক্যান। ভিডিওতে দেখা যায়, সেখানে উঠে ওই নারী পথচারীদের উদ্দেশ্যে অশ্লীল শব্দ প্রয়োগ করিছেলন।এরপরেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রুং সাইকিয়াট্রিক হাসপাতালে। ক্যামেরায় ওই নারীকে সম্পুর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। এ সময় তিনি নিয়ন্ত্রণহীনভাবে অশ্লীল অঙ্গভঙ্গী করছিলেন। পুলিশ সন্দেহ করছে, ওই নারী মাতাল হয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যারফলে এমন কাণ্ড ঘটেছে।
দিল্লিতে ছেলেকে জোর করে মেয়ে বানিয়ে টানা ৩ বছর ধর্ষণ!
আবারও এক নির্মম ঘটনার সাক্ষী হল ভারতের রাজধানী দিল্লি। সেখানে ১৩ বছরের এক কিশোরকে জোর করে লিঙ্গ পরিবর্তন করিয়ে...
Discussion about this post