বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বিএসএফ মহাপরিচালক পর্যায়ের অনুষ্ঠেয় বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে নয়া দিল্লি এবং কলকাতা থেকে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। যে কারণে বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব এয়ার ক্র্যাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত জানিয়ে ছিল। কারগরি ত্রুটির কারণে তারা ঢাকায় আসতে পারছেন না। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ছয় দিনব্যাপী অনুষ্ঠেয় বৈঠক শুরু করা যাচ্ছে না। পরবর্তী সময়সূচি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিএসএফের বুলেটে আবারো বাংলাদেশি নিহত
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে রাবার বুলেট ছুঁড়ে আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ...
Discussion about this post