নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার শহরের মো: ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোছাইনকে প্রতিষ্ঠানের ৭ লক্ষ ৭০ হাজার ৮৯ টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার (২৯ আগস্ট) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
শওকত হোছাইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৪ খ্রিস্টাব্দে মো: ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদানের পর নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করতে থাকেন। বিদ্যালয়ে যথা সময়ে আসেন না বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ম্যানেজিং কমিটি তিন সদস্য বিশিষ্ট অভ্যন্তরীন অডিট কমিটি গঠন করে। অডিট কমিটি বিদ্যালয়ের হিসাব-নিকাশ পরীক্ষা করে বিভিন্ন অনিয়ম দেখতে পান। প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের টাকা উত্তোলন করে কোন খরচের হিসাব না দিয়ে নিজে আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শওকত হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান জানান, প্রধান শিক্ষক শওকত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Discussion about this post