নিজস্ব প্রতিবেদক: ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইপসা কক্সবাজার অফিসের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালনা করেন ইপসা’র কক্সবাজার সদর উপজেলা ম্যানেজার আবিদুর রহমান। সভায় তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, ইপসা কক্সবাজার’র প্রোগ্রাম মানেজার ও ফোকাল পার্সন মোহাম্মদ হারুন।
মোহাম্মদ হারুন উগ্রবাদ ও সহিংসতা কি? উগ্রবাদের লক্ষণ ও সমাজে চলমান উগ্রবাদ সম্পর্কে ধারণা পেশ করেন। পাশাপাশি এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক,দৈনিক সকালের সম্পাদক ফরহাদ ইকবাল ও ভয়েস অভ্ আমেরিকার রিপোর্টার মোয়াজ্জেম হোসাইন শাকিল।
সভায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদিক ও ইপসা’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The web Dating Message Tips You’ll Need | The Art of Charm
The web Dating Message Tips You'll Need | The Art of Charm That is only a little funny and sets...
Discussion about this post