বাংলাদেশে একদিনে আরও এক হাজার ৮১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই ভাইরাসে মারা গেছেন আরও ২৬ জন। তাতে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যায় করোনার উৎস চীনকে টপকে গেলো বাংলাদেশ।
বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৭৫৯ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। পরীক্ষার অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার ১২.৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান বলছে, চীনে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। রোববার পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৩ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে এরপরে রয়েছে ভারত, যদিও মৃত্যুর দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৫ নম্বরে, আর মৃত্যুতে ২৮ নম্বরে। আক্রান্তে ৪০ নম্বরে থাকা চীন প্রাণহানিতে এক ধাপ নেমে ২৯তম।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন। মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১ জন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসজনিত কারণে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ১২৭ জনের।
বিএসএফের বুলেটে আবারো বাংলাদেশি নিহত
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে রাবার বুলেট ছুঁড়ে আবুল কালাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ...
Discussion about this post