অপরাধ স্বীকার করে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে থানায় হাজির হন এক বৃদ্ধা লোক। রোববার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের নাখাসা থানাতে। নাইম নামের ওই দুষ্কৃতি প্ল্যাকার্ডে আত্মসমর্পণের কথা ঝুলিয়ে পুলিশের কাছে হাজির হন। এই ঘটনার ছবি রনিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে সম্ভল পুলিশ। তার পর থেকে তা ঘুরছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
প্ল্যাকার্ডে লেখা, ‘আমি ভুল কাজ করেছি। সম্ভল পুলিশের ভয়ে ভীত। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। আত্মসমর্পণও করছি। দয়া করে আমাকে গুলি করে করবেন না।’
নাকাসা থানার স্টেশন হাউস অফিসার ধর্মপাল সিংহ জানিয়েছেন, নাইমকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নাইমকে খুঁজে দিতে পারলে ১৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু এনকাউন্টারের ভয়ে সে নিজেই আত্মসমর্পণ করল।
ভোটকেন্দ্রের মতো হবে করোনার টিকাকেন্দ্র
শীতের তীব্রতার কারণে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাই অনেকেই শঙ্কা নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছেন কোভিড-১৯ পরীক্ষা করাতে। ছবিটি...
Discussion about this post