আরফাত সানি /শেখ রাসেল ::টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
র্যাব সুত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টারদিকে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উত্তর নয়াপাড়া গ্রামের শাহপরীর দ্বীপ রোডের বিজয় মার্কেটের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি পলিথিন ব্যাগসহ সাবরাং পানছড়ি পাড়ার মোঃ ইসমাঈলের পুত্র মোঃ রাসেল (২১) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে পলিথিন ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৯শ ৬০পিস ইয়াবা পাওয়া যায়।
এব্যাপারে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদকসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।