মোঃ শেখ রাসেল:: টেকনাফ নাফনদী দিয়ে মাদকের চালান, অনুপ্রবেশের কারণে দীর্ঘদিন ধরে বেকার হয়ে মানবেতর দিনযাপন করা জেলেরা মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রতারের দাবীতে মানববন্ধন করেছে। এতে জেলে নেতৃবৃন্দ বলেন, মাদকের চালান অনুপ্রবেশে জেলেদের সম্পৃক্ততার অজুহাতে দীর্ঘ দিন ধরে নাফনদীতে মাছ শিকার বন্ধ রয়েছে কিন্তু মাদকের চালান অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। তাই মাদক কারবারীদের অপতৎপরতায় আমাদের মতো খেটে খাওয়া জেলেদের মানবেতর দিনযাপন করতে হচ্ছে।এখন আমরা দারিদ্রতার চরম পর্যায়ে রয়েছি। তাই নাফনদীতে মাছ শিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদের মাছ শিকারের অধিকার ফিরিয়ে দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের সুযোগ দানের জন্য স্থানীয় ও উপজেলা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর আন্তরিক সহায়তা কামনা করছি।
১লা সেপ্টেম্বর দুপুর ২টায় হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন নাফনদী নির্ভর জেলেদের মাছ শিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলী, আজগর আলী বৈদ্য, হ্নীলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ শফি, হ্নীলা ২নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে বক্তারা নাফনদীতে মাছ শিকার বন্ধ হলেও মাদক কারবারীদের অপতৎপরতা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের জীবন-জীবিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে উপরোক্ত কথা বলেন
এপ্রিলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর সম্ভাবনা
ত্রিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, আগামী এপ্রিলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে। এর আগে, রোহিঙ্গাদের...
Discussion about this post