ফিট থাকতে বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিয়মিত গো-মূত্র পান করেন। তিনি নিজেই বললেন এমন কথা।
যুক্তরাজ্যের ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের একটি পর্বে হাজির হয়েছেন অক্ষয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় ডিসকভারি প্লাসে এই পর্ব দেখা যাবে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিয়ার গ্রিলসের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন অক্ষয়। এই অভিনেতার সঙ্গে ছিলেন ‘বেল বটম’ সিনেমায় তার সহঅভিনেত্রী হুমা কুরেশি। বর্তমানে স্কটল্যান্ডে এই সিনেমার শুটিং করছেন তারা।
কয়েকদিন আগে এই অনুষ্ঠানের এক প্রোমোতে হাতির মলের চা খাওয়ার কথা জানান অক্ষয়। লাইভে হুমা কুরেশি বিয়ার গ্রিলসকে প্রশ্ন করেন, অক্ষয়কে কীভাবে এই চা পান করাতে রাজি করেছিলেন? পাশ থেকে নিজেই এই উত্তর দেন বলিউডের খিলাড়ি। তিনি বলেন, ‘আমি এটি নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। বরং খুবই উচ্ছ্বসিত ছিলাম। আয়ুর্বেদিক কারণে আমি প্রতিদিন গোমূত্র পান করি। তাই এতে কোনো অসুবিধা হয়নি।’
শিবকে ‘কনডম পরিয়ে’ বিতর্কে কলকাতার অভিনেত্রী
কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষের পুরনো একটি টুইট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যেখানে, তার অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গকে কনডম পরানোর ছবি...
Discussion about this post