হাবিবুল ইসলাম হাবিব::
মানসিক রোগিদের তহবিল মারোত এর নিয়মিত আয়োজন মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড। অত্র প্রতিষ্ঠানের টেকনাফ মহিলা শাখার সহায়তায় সম্পন্ন হয়েছে।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সংগঠনের সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় অংশ নেন উপদেষ্টা সাইফুল হাকিম, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া, আই সিটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী।
বিশেষ অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড টেকনাফ মহিলা শাখার চীফ কো-অর্ডিনেটর ছমুদা বেগম।
খাবার বিতরণে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর কর্মী নুপুর বড়ুয়া , মারোতের অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সদস্য কামাল হোসেন, মুন্না প্রমুখ।
এ প্রসঙ্গে ছমুদা বেগম বলেন আমরা আছি, মারোতের কাছাকাছি। মারোতের অগ্রযাত্রায় সহযাত্রী হয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড টেকনাফ মহিলা শাখা সবসময় মানসিক রোগিদের পাশে থাকবে। অনুষ্ঠানে মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল ছমুদা বেগমের মতো অন্যদেরও মারোতের পতাকা তলে আমন্ত্রণ জানান।
বদিকে বাবা ডেকে মনের ‘আগুন’ নেভাতে চান ইসহাক
বদিকে বাবা ডেকে মনের ‘আগুন’ নেভাতে চান ইসহা জসিম উদ্দীনঃ কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জন্মদাতা পিতা...
Discussion about this post