মহেশখালী প্রতিনিধি::
অন্যায়ের প্রতিবাদ করায় মহেশখালীতে সন্ত্রাসী কর্তৃক একজন সিএনজির ড্রাইভার কে মারাত্মক ভাবে কুপিয়ে আহত করা হয়েছে। আহত সিএনজি ড্রাইভার এর নাম আনসারুল করিম (২৪)। ঘটনাটি ঘটেছে গতকাল ১১ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলার ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামে। আহত আনসারুল করিম উক্ত গ্রামের ইউসুফ আলীর পুত্র।
এলাকাবাসীরা জানান, একই গ্রামের প্রতিবেশী নুরুল কবির এর পুত্র লোকমান বৃহস্পতিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ডেইল্যা ঘোনা গ্রামের জনৈক টমটম ড্রাইভার কে জোরপূর্বক আটক করে জিম্মি করে আহত ড্রাইভের আনসারুল করিম এর ফুফাতো বোন কর্তৃক মোবাইল চুরির বিষয়ে জোর পূর্বক সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করায় আনসারুল করিম সেখানে প্রতিবাদ করে টমটম ড্রাইভার কে ছাড়িয়ে দেয়। এতে তার সাথে সন্ত্রাসী লোকমানের বাকবিতণ্ডা হয়। উক্ত ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকাল ৯ টায় আনসারুল করিম গ্যারেজ থেকে তার সিএনজি বের করতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসী লোকমান তার ভাই সাইফুল ও আনসার পূর্ব পরিকল্পিতভাবে সিএনজি ড্রাইভার আনসার এর উপর দা-ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী ওপরে কক্সবাজার সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করে। হোয়ানকের সিএনজি স্টেশনের লাইন্সম্যান খোরশেদ আলম জানান, সিএনজি ড্রাইভার আনসারুল করিম অন্যায়ের প্রতিবাদ করায় তাকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Discussion about this post