কক্সবাজার-মহেশখালী নৌপথে যাত্রী পরিবহনে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে গতকাল ২২ সেপ্টেম্বর সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গত রবিবার মহেশখালী চ্যানেলের বাঁকখালীর মোহনায় নৌ দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্র আশরাফুল মুহাম্মদ তোফাইলের সহপাঠীরা এবং মহেশখালীর ছাত্রসমাজ নামের এক দল ছাত্র। গত তিন দিন ধরে সাগরে নিখোঁজ ছিল তোফাইল। যখন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চলছিল তখন ও তোফাইলের লাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না। মানববন্ধন চলাকালে সকাল ১০টায় সোনাদিয়া দ্বীপের মগচর নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি তোফাইলের বলে নিশ্চিত হন।
এদিকে মহেশখালী ছাত্রসমাজ নামের আন্দোলনকারী একদল ছাত্র উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে গিয়ে তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান, তিনি তাৎক্ষণিকভাবে সোনাদিয়ার মগচরে ভেসে কলেজ ছাত্র আশরাফুল মোঃ তোফাজ্জল এর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়ে স্বজনদের শান্তনা দিয়ে জানান, তোফাইলের অভাব পূরণ করা কোন ভাবেই সম্ভব নয়। তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন ঘাটের অব্যবস্থাপনা দূরীকরণের জন্যে। এছাড়াও মহেশখালী-কক্সবাজার নৌপথে প্রত্যেক বোটে লাইফ জ্যাকেট রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রশাসন তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করবেন বলে জানান।
অপরদিকে উত্তেজিত ছাত্রদের মানববন্ধন চলাকালে প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা স্বরূপ মহেশখালী জেটিঘাটে দিয়ে স্পিড বোটের যাত্রীদের বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরতে যাত্রীদের সতর্ক করছেন মহেশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা।
পরে বিকেল ৪টায় উপজেলার সিপাহীর পাড়ায় তোফাইলের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় স্বজন ও সহপাঠীদের আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। জানাযায় উপস্থিত হয়ে মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন,যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে শীঘ্রই মহেশখালী চ্যানেলে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশখালী চ্যানেলের বাঁকখালী নদীতে ফিশিং ট্রলারের সাথে যাত্রীবাহী গামবোটের ধাক্কায় যাত্রীবাহী বোট থেকে পড়ে নিখোঁজ হয় চট্টগ্রাম কলেজ ছাত্র আশরাফুল মোঃ তোফাইল। তিনি উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়া গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র।
বর্ষার আগেই প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ
বর্ষার আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের...
Discussion about this post