ভারতে প্রায় ছয় মাস থাকার পর সম্প্রতি পাকিস্তানে ফিরে এসেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৪ জন সদস্য। তারা জানিয়েছে উন্নত জীবনের যে স্বপ্ন নিয়ে তারা প্রতিবেশি দেশে পারি জমিয়েছিলো তাদের সেই স্বপ্ন ভেঙ্গে গেছে।
ওয়াগা সীমান্ত ক্রসিংয়ে দুই পরিবারের কর্তা কানহিয়া লাল ও নানক রাম সাংবাদিকদের বলেন, ভালো সুযোগ সুবিধার আশায় তারা ভারত গিয়েছিলেন। কিন্তু এটা ধোঁকা এবং তাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।
ভারত সম্প্রতি বিতর্কিত নাগরিত্ব আইন পাশ করে। এতে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টানরা ভারতে গেলে তাদেরকে দ্রুত নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রাখা হয়।
গত মাসে ভারতের রাজস্তান রাজ্যের যোধপুরে একটি ভাড়া করা খামারবাড়িতে এক পাকিস্তানি হিন্দু পরিবারের ১১ সদস্যের লাশ পাওয়া যায়।
লাল বলেন, আমি জানি যে পরিবার ও তাদের বেশিরভাগ শিক্ষিত। কিন্তু ভারতে বাইরে থেকে যাওয়া কারো জন্য কোন সুযোগ নেই।
আসল কথা হলো তারা করুণ অবস্থায় রয়েছে, তারা চরম দারিদ্র্যে ভুগছে এবং জীবনের উপর বিপজ্জনক হুমকি বিরাজ করছে।
দেশে ফেরার জন্য যোধপুরে ২৮,০০০ পাকিস্তানি হিন্দু অপেক্ষা করছে বলে তিনি জানান।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post