ইউসুপ নূরীঃঃ
কক্সবাজার জেলার অন্যতম কলেজ কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর উপর হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তথ্যসূত্রে জানা যায় , বৃহস্পতিবার রাতে আনুমানিক ১১ টা ৩০ এর দিকে সাখাওয়াত হোসেন বাসা ফিরার পথে পথ অবরুদ্ধ করে রড ও কিরিচ দিয়ে পিটিয়ে আহত করে দুস্কৃতকারী। তার দু’পায়ের হাটুর নিচে রট ও কিরিচ দিয়ে মারাত্মক আঘাত করা হয়েছে।
তার ডান হাতের রগ কাটার উদ্দেশ্যে ধারালো চুরি দিয়ে কব্জির নিচে কেটে দিয়েছে।
বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করায় হাতের জয়েন্ট ভেঙ্গে গেছে। বুকের ডানপাশে মারাত্মক আঘাত করা হয়েছে। এ সময় এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়৷ সাখাওয়াতকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা, ধারণা করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর প্রতিবেদককে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা প্রস্তুতি চলছে বলে জানান। তিনি আরো জানান কলেজ ছাত্রলীগ নেতা সাখাওয়াত ওপর যারা হামলা করেছে তাদের সবাইকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
Discussion about this post