কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজারে সন্ত্রাসী হামলায় ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন টমটম চালক আবু তাহের (৩০), নুরুল আফসার (২৬), ছৈয়দ নুর (৩২), আবুল কালাম (২৪) ও রিফাত (২২)।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পানবাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমনকি সন্ত্রাসীদের ভয়ে অনেক দোকানি দোকান বন্ধ করে চলে গেছে। ব্যবসায়ীদের ধারণা ওই বাজারে আরও ঘটনা হওয়ার আশংকা রয়েছে। এতে একটি ইজিবাইক (টমটম) ছিনতাই করা হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ব্যাপারে জানতে পেরেছি। স্থানীয় একটি টমটম অফিস দখলকে কেন্দ্র করে একটা পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Read more