শেফাইল উদ্দিন, নিজস্ব প্রতিনিধি::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে আবারো গরুচুরির ঘটনা ঘটেছে । ২০ অক্টোবর রাত ২টার দিকে ইউনিয়নের সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদগাও ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকার এজহার মিয়ার পুত্র ফোরকানের গোয়ালঘর থেকে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল ২টি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিক ফোরকান জানান, রাতে বৃষ্টির সময় গরু চুরির সন্দেহে রাত দুইটার দিকে বের হয়ে দেখন গোয়ালঘরে ৩ টি গরু নেই। পরে একটি গরু বাইরে পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য জন্নাতুল ফেরদাউস সত্যতা নিশ্চিত করেন।এ ব্যাপারে ঈদগাও পুলিশ তদন্তকেন্দ্রর আইসি আবদুল হালিমের সাথে কথা হলে তিনি এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
Discussion about this post