করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় মারাত্মক প্রভাব পড়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। দেশটিতে ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। ওয়ার্ল্ডোমিটার বলছে, গত একদিনে ফ্রান্সে ৫২ হাজার ১০ জন মহামারিতে আক্রান্ত হয়েছে, যা গত একদিনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং মহামারির পর থেকে এটি প্রথম ঘটনা।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১১৬ জন।
এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৫০৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৬১ জনের।
এর মধ্যদিয়ে ফ্রান্স বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে। তার ওপরে আছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া। আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
করোনার প্রথম ধাক্কার সময় ফ্রান্সে পরীক্ষার মধ্যে করোনা আক্রান্তের হার ছিলো ৪ দশমিক ৫ শতাংশ। কিন্তু দ্বিতীয় ধাক্কায় তা দাঁড়িয়েছে ১৭ শতাংশে।
ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এরই মধ্যে দেশের বিভিন্ন শহরে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
গত একদিনে ইউরোপের দেশগুলোতে মোট করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ২১৩ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩২০ জন।
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে...
Discussion about this post