টেকনাফের নয়াপাড়া জেলে ঘাটের সেতু সংলগ্ন খালের গর্তে পড়ে মো. নুর (৮) নামে রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
সে জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের মো. আয়াজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো অন্যান্য রোহিঙ্গা শিশুদের সাথে খেলা করছিল মোঃ নুর। এক পর্যায়ে কয়েকজন মিলে পার্শ্ববর্তি খালে মাছ ধরতে যায়। এসময় খালের গভীর গর্তে পড়ে মো. নুর নিখোঁজ হয়ে যায়। প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক টিডিএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।
দেশের ৬৫১ তম থানা কক্সবাজারের ‘ঈদগাঁও’
সমুদ্রকন্ঠ রিপোর্ট ॥ কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা থানা ঘোষণা করা হয়েছে। ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের...
Discussion about this post